আল্লাহর পানে যাত্রায় অন্তরের অবস্থা হলো পাখির মতো - ইমাম ইবনুল-কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

আল্লাহর পানে যাত্রায় অন্তরের অবস্থা হলো পাখির মতো - ইমাম ইবনুল-কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

উক্তিটি সম্পর্কে | মাদারিজুস সালিকীন

বিষয় আল্লাহর পানে যাত্রায় অন্তরের অবস্থা হলো পাখির মতো
উক্তিকারী ইমাম ইবনুল-কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
ইমাম ইবনুল-কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেনঃ আল্লাহর পানে যাত্রায় অন্তরের অবস্থা হলো পাখির মতো, যার মাথা হচ্ছে আল্লাহর মহব্বত এবং দুই ডানা হচ্ছে ভয় ও আশা। মাথা ও ডানাদ্বয় নিরাপদ থাকলে পাখি ভালো উড়তে পারে, মাথা কেটে নিলে পাখি মারা যায় আর ডানাদ্বয় না থাকলে তা শিকারীদের লক্ষ্যে পরিণত হয়।

রেফারেন্স | মাদারিজুস সালিকীন

  • মাদারিজুস সালিকীন

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)