আল্লাহর স্মরণে বিমুখ ব্যক্তির সহচর শয়তান | সূরা আয-যুখরুফ ৪৩:৩৬ | Surah Az-Zukhruf 43:36

আল্লাহর স্মরণে বিমুখ ব্যক্তির সহচর শয়তান | সূরা আয-যুখরুফ ৪৩:৩৬ | Surah Az-Zukhruf 43:36

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আয-যুখরুফ ৪৩:৩৬

বিষয় আল্লাহর স্মরণে বিমুখ ব্যক্তির সহচর শয়তান
সূরার নাম ও নম্বর সূরা আয-যুখরুফ (৪৩)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৩৬
রুকু ক্রম ৪২৯
পারা বিস্তৃতি ২৫
মোট আয়াত সংখ্যা ৮৯ টি
وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَـٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَـٰنًا فَهُوَ لَهُۥ قَرِينٌ

আর যে পরম করুণাময়ের যিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী।

And whoever is blinded from remembrance of the Most Merciful - We appoint for him a devil, and he is to him a companion.

সূরা আয-যুখরুফ এর ৩৬ নম্বর আয়াতের বিস্তারিত

যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর স্মরণে উদাসীন হয়[১] তিনি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করেন, অতঃপর সে হয় তার সহচর। [২]

[১] عَشَا يَعْشُو এর অর্থ হল, চোখের রোগ রাতকানা অথবা তার কারণে যে অন্ধত্ব আসে। অর্থাৎ, যে আল্লাহর যিকর থেকে অন্ধ (বা উদাসীন) হয়ে যায়।

[২] এই শয়তান আল্লাহর যিকর থেকে উদাসীন ব্যক্তির সাথী হয়ে যায়। সে সব সময় তার সাথে থেকে তাকে সমস্ত নেকীর কাজে বাধা দেয়। অথবা মানুষ নিজেই এই শয়তানের সঙ্গী হয়ে যায় এবং তার নিকট থেকে কোন সময় পৃথক হয় না, বরং সমস্ত কার্যকলাপে তারই অনুসরণ করে এবং তার যাবতীয় কুমন্ত্রণায় তার আনুগত্য করে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আয-যুখরুফ ৪৩:৩৬

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)