কুরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে | রিয়াযুস স্বা-লিহীন ৯৯৮ | Riyad-as-Salihin 998
হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৯৯৮
বিষয় | কুরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে |
হাদিস গ্রন্থ | রিয়াযুস স্বা-লিহীন |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | The Excellence of Reciting the Qur'an |
হাদিস নম্বর | ৯৯৮ |
রিয়াযুস স্বা-লিহীন ৯৯৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, “তোমরা কুরআন মাজীদ পাঠ কর। কেননা, কিয়ামতের দিন কুরআন, তার পাঠকের জন্য সুপারিশ-কারী হিসাবে আগমন করবে।”
Abu Umamah (May Allah be pleased with him) reported: I heard the Messenger of Allah (ﷺ) saying, "Read the Qur'an, for it will come as an intercessor for its reciters on the Day of Resurrection."
রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৯৯৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)