মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত | সূরা ত্ব-হা ২০:৮২ | Surah Taha 20:82
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা ত্ব-হা ২০:৮২
বিষয় | মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত |
সূরার নাম ও নম্বর | সূরা ত্ব-হা (২০) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৮২ |
রুকু ক্রম | ২৭৩ |
পারা বিস্তৃতি | ১৬ |
মোট আয়াত সংখ্যা | ১৩৫ টি |
وَإِنِّى لَغَفَّارٌ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَـٰلِحًا ثُمَّ ٱهْتَدَىٰআর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ পথে চলতে থাকে।But indeed, I am the Perpetual Forgiver of whoever repents and believes and does righteousness and then continues in guidance.
সূরা ত্ব-হা এর ৮২ নম্বর আয়াতের বিস্তারিত
নিশ্চয় আমি তার জন্য বড় ক্ষমাশীল যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে, সৎকাজ করে ও সৎপথে অবিচল থাকে। [১]
[১] মহান আল্লাহর ক্ষমাযোগ্য হওয়ার জন্য চারটি জিনিস আবশ্যক; (ক) কুফর, শিরক ও পাপ হতে তওবা। (খ) ঈমান, (গ) সৎকর্ম ও (ঘ) সৎপথে অটল থাকা। অর্থাৎ উক্ত অবস্থায় অবিচল থাকা, যাতে ঈমানের অবস্থায় মৃত্যু আসে। অন্যথা স্পষ্ট যে, তওবা ও ঈমানের পর যদি কেউ কুফরী ও শিরকের রাস্তা অবলম্বন করে এবং সেই অবস্থায় তার মৃত্যু এসে যায়, তাহলে ক্ষমার পরিবর্তে শাস্তির যোগ্য হতে হবে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা ত্ব-হা ২০:৮২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)