মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত | সূরা ত্ব-হা ২০:৮২ | Surah Taha 20:82

মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত | সূরা ত্ব-হা ২০:৮২ | Surah Taha 20:82

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা ত্ব-হা ২০:৮২

বিষয় মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত
সূরার নাম ও নম্বর সূরা ত্ব-হা (২০)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৮২
রুকু ক্রম ২৭৩
পারা বিস্তৃতি ১৬
মোট আয়াত সংখ্যা ১৩৫ টি
وَإِنِّى لَغَفَّارٌ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَـٰلِحًا ثُمَّ ٱهْتَدَىٰ

আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ পথে চলতে থাকে।

But indeed, I am the Perpetual Forgiver of whoever repents and believes and does righteousness and then continues in guidance.

সূরা ত্ব-হা এর ৮২ নম্বর আয়াতের বিস্তারিত

নিশ্চয় আমি তার জন্য বড় ক্ষমাশীল যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে, সৎকাজ করে ও সৎপথে অবিচল থাকে। [১]

[১] মহান আল্লাহর ক্ষমাযোগ্য হওয়ার জন্য চারটি জিনিস আবশ্যক; (ক) কুফর, শিরক ও পাপ হতে তওবা। (খ) ঈমান, (গ) সৎকর্ম ও (ঘ) সৎপথে অটল থাকা। অর্থাৎ উক্ত অবস্থায় অবিচল থাকা, যাতে ঈমানের অবস্থায় মৃত্যু আসে। অন্যথা স্পষ্ট যে, তওবা ও ঈমানের পর যদি কেউ কুফরী ও শিরকের রাস্তা অবলম্বন করে এবং সেই অবস্থায় তার মৃত্যু এসে যায়, তাহলে ক্ষমার পরিবর্তে শাস্তির যোগ্য হতে হবে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা ত্ব-হা ২০:৮২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)