শয়তান বলবে আমি তাকে পথভ্রষ্ট করিনি | সূরা কাফ ৫০:২৭ | Surah Qaf 50:27

শয়তান বলবে আমি তাকে পথভ্রষ্ট করিনি | সূরা কাফ ৫০:২৭ | Surah Qaf 50:27

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা কাফ ৫০:২৭

বিষয় শয়তান বলবে আমি তাকে পথভ্রষ্ট করিনি
সূরার নাম ও নম্বর সূরা কাফ (৫০)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ২৭
রুকু ক্রম ৪৫৫
পারা বিস্তৃতি ২৬
মোট আয়াত সংখ্যা ৪৫ টি
۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَـٰكِن كَانَ فِى ضَلَـٰلٍۭ بَعِيدٍ

তার সঙ্গী (শয়তান) বলবে, ‘হে আমাদের ‘রব’, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে’।

His [devil] companion will say, "Our Lord, I did not make him transgress, but he [himself] was in extreme error."

সূরা কাফ এর ২৭ নম্বর আয়াতের বিস্তারিত

তার সহচর (শয়তান) বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত।’ [১]

[১] এই জন্য সে সত্বর আমার কথা মেনে নিয়েছিল। সে যদি তোমার একনিষ্ঠ বান্দা হত, তবে সে আমার ফাঁদে পা দিত না। এখানে قَرِيْنٌ (সহচর) বলতে শয়তান।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা কাফ ৫০:২৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)