মুমিনদের যারা যুলুম করে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি | সূরা আল-বুরুজ ৮৫:১০ | Surah Al-Buruj 85:10
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-বুরুজ ৮৫:১০
বিষয় | মুমিনদের যারা যুলুম করে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি |
সূরার নাম ও নম্বর | সূরা আল-বুরুজ (৮৫) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১০ |
রুকু ক্রম | ৫২৯ |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ২২ টি |
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِনিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।Indeed, those who have tortured1 the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire.
সূরা আল-বুরুজ এর ১০ নম্বর আয়াতের বিস্তারিত
নিশ্চয় যারা বিশ্বাসী নর-নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-বুরুজ ৮৫:১০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)