আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাতের জন্য | সূরা আয-যারিয়াত ৫১:৫৬ | Surah Adh-Dhariyat 51:56

আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাতের জন্য | সূরা আয-যারিয়াত ৫১:৫৬ | Surah Adh-Dhariyat 51:56

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আয-যারিয়াত ৫১:৫৬

বিষয় আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাতের জন্য
সূরার নাম ও নম্বর সূরা আয-যারিয়াত (৫১)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৫৬
রুকু ক্রম ৪৫৯
পারা বিস্তৃতি ২৭
মোট আয়াত সংখ্যা ৬০ টি
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে।

And I did not create the jinn and mankind except to worship Me.

সূরা আয-যারিয়াত এর ৫৬ নম্বর আয়াতের বিস্তারিত

আমি সৃষ্টি করেছি জ্বিন ও মানুষকে কেবল এ জন্য যে, তারা আমারই ইবাদত করবে। [১]

[১] এই আয়াতে আল্লাহ তাঁর বিধিগত (শরয়ী) ইচ্ছার কথা ব্যক্ত করেছেন, যা তিনি ভালবাসেন ও চান। আর তা হল, সমস্ত মানুষ ও জ্বিন কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং আনুগত্যও শুধু তাঁরই করবে। এর সম্পর্ক যদি তাঁর সৃষ্টিগত ইচ্ছার সাথে হত, তবে কোন মানুষ ও জ্বিন আল্লাহর আনুগত্য থেকে বিমুখতা অবলম্বন করার কোন ক্ষমতাই রাখত না। অর্থাৎ, এই আয়াতে সকল মানুষ ও জ্বিনকে জীবনের সেই উদ্দেশ্যের কথা স্মরণ করানো হয়েছে, যেটাকে তারা ভুলে গেলে পরকালে কঠোরভাবে জিজ্ঞাসিত হবে এবং এই পরীক্ষায় তারা অসফল গণ্য হবে, যাতে মহান আল্লাহ তাদেরকে ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতা দিয়ে রেখেছেন।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আয-যারিয়াত ৫১:৫৬

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)