ফজরের দু’ রাকাআত সুন্নত সালাত | সহীহ মুসলিম ৭২৫ | Sahih-Muslim 725

ফজরের দু’ রাকাআত সুন্নত সালাত | সহীহ মুসলিম ৭২৫ | Sahih-Muslim 725

হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৭২৫

বিষয় ফজরের দু’ রাকাআত সুন্নত সালাত
হাদিস গ্রন্থ সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১৪. ফজরের দু' রাকাআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে কিরআত পাঠ মুস্তাহাব
হাদিস নম্বর ৭২৫
বর্ণনাকারী আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
সহীহ মুসলিম ৭২৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের দু’ রাকাআত (সুন্নাত) সালাত দুনিয়া ও তার সব কিছুর থেকে উত্তম।

'A'isha reported Allah's Messenger as saying: The two rak'ahs at dawn are better than this world and what it contains.

রেফারেন্স | সহীহ মুসলিম ৭২৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)