সওম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে | সহীহ বুখারী ১৯৩৩ | Sahih-Al-Bukhari 1933

সওম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে | সহীহ বুখারী ১৯৩৩ | Sahih-Al-Bukhari 1933

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ১৯৩৩

বিষয় সওম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৩০/২৬. সায়িম ভুলবশতঃ কিছু খেলে বা পান করে ফেললে।
হাদিস নম্বর ১৯৩৩
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ১৯৩৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সওম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সওম পুরা করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।

Narrated Abu Huraira: The Prophet (ﷺ) said, "If somebody eats or drinks forgetfully then he should complete his fast, for what he has eaten or drunk, has been given to him by Allah."

রেফারেন্স | সহীহ বুখারী ১৯৩৩

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)