সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর করা ও ভরসা রাখা | সূরা আল-ইনশিরাহ ৯৪:৮ | Surah Ash-Sharh 94:8

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ইনশিরাহ ৯৪:৮
বিষয় | সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর করা ও ভরসা রাখা |
সূরার নাম ও নম্বর | সূরা আল-ইনশিরাহ (৯৪) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৮ |
রুকু ক্রম | ৫৩৮ |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ৮ টি |
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَبআর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।And to your Lord direct [your] longing.
সূরা আল-ইনশিরাহ এর ৮ নম্বর আয়াতের বিস্তারিত
আর তোমার প্রতিপালকের প্রতিই মনোনিবেশ কর। [১]
[১] অর্থাৎ, তাঁর কাছেই তুমি জান্নাতের আশা রাখ। তাঁর কাছেই তুমি নিজের প্রয়োজন ভিক্ষা কর এবং সর্ববিষয়ে তাঁরই উপর নির্ভর কর ও ভরসা রাখ।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-ইনশিরাহ ৯৪:৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)