পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি | সুনান ইবনু মাজাহ ৪১০৭ | Sunan-ibn-Majah 4107
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৪১০৭
বিষয় | পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | Being concerned with this world |
হাদিস নম্বর | ৪১০৭ |
সুনান ইবনু মাজাহ ৪১০৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ(Abu) Khalid Al-Walibi narrated from Abu Hurairah and he (one of the narrators) said: “I do not know except that he attributed it to the Prophet (ﷺ)” – “Allah says: ‘O son of Adam, devote yourself to My worship, and I will fill your heart with contentment and take care of your poverty; but if you do not do that, then I will fill your heart with worldly concerns and will not take care of your poverty.’”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৪১০৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)