দুনিয়ায় মত্ত হওয়া থেকে বেঁচে থাকা | সূরা আল-কাহফ ১৮:৭ | Surah Al-Kahf 18:7
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-কাহফ ১৮:৭
বিষয় | দুনিয়ায় মত্ত হওয়া থেকে বেঁচে থাকা |
সূরার নাম ও নম্বর | সূরা আল-কাহফ (১৮) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৭ |
রুকু ক্রম | ২৫২ |
পারা বিস্তৃতি | ১৫ |
মোট আয়াত সংখ্যা | ১১০ টি |
إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًاনিশ্চয় যমীনের উপর যা রয়েছে, তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে, কর্মে তাদের মধ্যে কে উত্তম।Indeed, We have made that which is on the earth adornment for it that We may test them [as to] which of them is best in deed.
সূরা আল-কাহফ এর ৭ নম্বর আয়াতের বিস্তারিত
পৃথিবীর উপর যা কিছু আছে[১] আমি সেগুলিকে ওর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করবার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে উত্তম।
[১] ভূ-পৃষ্ঠে জীব-জন্তু, উদ্ভিদ, জড় ও খনিজপদার্থ এবং মটির নীচে লুক্কায়িত অন্যান্য গুপ্তধন, এ সবই হল দুনিয়ার শোভা-সৌন্দর্য ও তার চাকচিক্য।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-কাহফ ১৮:৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)