কোরআন দ্বারা উপকৃত হওয়ার শর্ত | সূরা কাফ ৫০:৩৭ | Surah Qaf 50:37

কোরআন দ্বারা উপকৃত হওয়ার শর্ত | সূরা কাফ ৫০:৩৭ | Surah Qaf 50:37

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা কাফ ৫০:৩৭

বিষয় কোরআন দ্বারা উপকৃত হওয়ার শর্ত
সূরার নাম ও নম্বর সূরা কাফ (৫০)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৩৭
রুকু ক্রম ৪৫৬
পারা বিস্তৃতি ২৬
মোট আয়াত সংখ্যা ৪৫ টি
إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌ

নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য, যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্টচিত্তে শ্রবণ করে।

Indeed in that is a reminder for whoever has a heart or who listens while he is present [in mind].

সূরা কাফ এর ৩৭ নম্বর আয়াতের বিস্তারিত

এতে উপদেশ রয়েছে তার জন্য, যার আছে হৃদয়[১] অথবা যে উপস্থিত থেকে[২] নিবিষ্ট-চিত্তে শ্রবণ করে।[৩]

[১] অর্থাৎ, এমন সজাগ অন্তর, সচেতন হৃদয়, যা চিন্তা-ভাবনা করে প্রকৃত ব্যাপার অনুধাবন করে নেয়।

[২] অর্থাৎ, মন ও মস্তিষ্ক সহ উপস্থিত থাকে। কারণ, যে ব্যক্তি কথাই বুঝবে না, তার উপস্থিত থাকাও না থাকার মতনই।

[৩] অর্থাৎ, মনোযোগ দিয়ে আল্লাহর সেই অহী শোনে, যাতে বিগত জাতিসমূহের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা কাফ ৫০:৩৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)