আল্লাহর প্রত্যেকটি ইচ্ছা শুধুমাত্র তাঁর নির্দেশেই পূর্ণ হয় | সূরা আন-নাহাল ১৬:৪০ | Surah An-Nahl 16:40

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আন-নাহাল ১৬:৪০
বিষয় | আল্লাহর প্রত্যেকটি ইচ্ছা শুধুমাত্র তাঁর নির্দেশেই পূর্ণ হয় |
সূরার নাম ও নম্বর | সূরা আন-নাহাল (১৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৪০ |
রুকু ক্রম | ২২৮ |
পারা বিস্তৃতি | ১৪ |
মোট আয়াত সংখ্যা | ১২৮ টি |
إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ إِذَآ أَرَدْنَـٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُযখন আমি কোন কিছুর ইচ্ছা করি, তখন আমার কথা হয় কেবল এই বলা যে, ‘হও’, ফলে তা হয়ে যায়।Indeed, Our word to a thing when We intend it is but that We say to it, "Be," and it is.
সূরা আন-নাহাল এর ৪০ নম্বর আয়াতের বিস্তারিত
আমি কোন কিছু করার ইচ্ছা করলে সে বিষয়ে আমার কথা শুধু এই যে, আমি বলি, ‘হও’ ফলে তা হয়ে যায়। [১]
[১] অর্থাৎ, মানুষের নিকট কিয়ামত সংঘটিত হওয়া যতই কঠিন ও অসম্ভব মনে হোক না কেন, আল্লাহর নিকট তা অতি সহজ। পৃথিবী ও আকাশ ধ্বংস করার জন্য তাঁর শ্রমিক, ইঞ্জিনিয়ার, মিস্ত্রী বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। তাঁর জন্য শুধু كُن (হও বা হয়ে যাও) শব্দই যথেষ্ট। তাঁর 'হও' শব্দ দ্বারা চোখের পলকের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। {وَمَا أَمْرُ السَّاعَةِ إِلاَّ كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ} আর কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং তার চেয়েও সত্ত্বর। (সূরা নাহল ১৬:৭৭)
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আন-নাহাল ১৬:৪০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!