তোমাদের ইচ্ছা আল্লাহর তওফীকের উপর নির্ভরশীল | সূরা আত-তাকভীর ৮১:২৯ | Surah At-Takwir 81:29

তোমাদের ইচ্ছা আল্লাহর তওফীকের উপর নির্ভরশীল | সূরা আত-তাকভীর ৮১:২৯ | Surah At-Takwir 81:29

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আত-তাকভীর ৮১:২৯

বিষয় তোমাদের ইচ্ছা আল্লাহর তওফীকের উপর নির্ভরশীল
সূরার নাম ও নম্বর সূরা আত-তাকভীর (৮১)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ২৯
রুকু ক্রম ৫২৫
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ২৯ টি
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।

And you do not will except that Allāh wills - Lord of the worlds.

সূরা আত-তাকভীর এর ২৯ নম্বর আয়াতের বিস্তারিত

আর বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমরা কোনই ইচ্ছা করতে পার না। [১]

[১] অর্থাৎ, তোমাদের ইচ্ছা আল্লাহর তওফীকের উপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছায় আল্লাহ ইচ্ছা এবং তাঁর তওফীক শামিল না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সরল পথ অবলম্বন করতে পারবে না। এটা সেই বিষয় যা إنك لا تهدي من أحببت অর্থাৎ, 'তুমি যাকে ইচ্ছা কর, তাকে হিদায়াত করতে পার না।'(সূরা ক্বাস্বাস ২৮:৫৬ নং) প্রভৃতি আয়াতে বর্ণিত হয়েছে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আত-তাকভীর ৮১:২৯

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App