যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে | সূরা আশ-শুআ'রা ২৬:৮৯ | Surah Ash-Shu'ara 26:89
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আশ-শুআ'রা ২৬:৮৯
বিষয় | যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে |
সূরার নাম ও নম্বর | সূরা আশ-শুআ'রা (২৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৮৯ |
রুকু ক্রম | ৩২০ |
পারা বিস্তৃতি | ১৯ |
মোট আয়াত সংখ্যা | ২২৭ টি |
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ‘তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে’।But only one who comes to Allāh with a sound heart."
সূরা আশ-শুআ'রা এর ৮৯ নম্বর আয়াতের বিস্তারিত
সেদিন উপকৃত হবে কেবল সেই; যে আল্লাহর নিকট সুস্থ অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে।’ [১]
[১] বিশুদ্ধ অন্তঃকরণ বা সুস্থ নীরোগ অন্তর বলতে এমন অন্তরকে বুঝানো হয়েছে, যা শিরক হতে পবিত্র। অর্থাৎ, মুমিনদের অন্তর। কারণ কাফের ও মুনাফিকের অন্তর হয় অসুস্থ রোগাক্রান্ত। কেউ কেউ বলেন, বিদআত-শূন্য সুন্নতের উপর প্রশান্ত অন্তর। আবার কারো নিকট পার্থিব ভোগ-বিলাস হতে পবিত্র, আবার কারো নিকট মূর্খতার অন্ধকার ও নৈতিক অধঃপতন হতে পবিত্র অন্তর। এ সকল অর্থই ঠিক হতে পারে। কারণ মু'মিনের অন্তর উক্ত সকল প্রকার রোগ ও অপবিত্রতা থেকে মুক্ত থাকে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আশ-শুআ'রা ২৬:৮৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)