মাটি হতে তৈরী সব উপাস্য কোন জিনিসেরই ক্ষমতা রাখে না | সূরা আল-আম্বিয়া ২১:২১ | Surah Al-Anbya 21:21

মাটি হতে তৈরী সব উপাস্য কোন জিনিসেরই ক্ষমতা রাখে না | সূরা আল-আম্বিয়া ২১:২১ | Surah Al-Anbya 21:21

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আম্বিয়া ২১:২১

বিষয় মাটি হতে তৈরী সব উপাস্য কোন জিনিসেরই ক্ষমতা রাখে না
সূরার নাম ও নম্বর সূরা আল-আম্বিয়া (২১)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ২১
রুকু ক্রম ২৭৯
পারা বিস্তৃতি ১৭
মোট আয়াত সংখ্যা ১১২ টি
أَمِ ٱتَّخَذُوٓا۟ ءَالِهَةً مِّنَ ٱلْأَرْضِ هُمْ يُنشِرُونَ

তারা যেসব মাটির দেবতা গ্রহণ করেছে, সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম?

Or have they [i.e., men] taken for themselves gods from the earth who resurrect [the dead]?

সূরা আল-আম্বিয়া এর ২১ নম্বর আয়াতের বিস্তারিত

ওরা মাটি হতে তৈরী যে সব উপাস্য গ্রহণ করেছে সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম? [১]

[১] জিজ্ঞাসা অস্বীকৃতির জন্য। অর্থাৎ, তারা তা করতে পারবে না। তাহলে যারা কোন জিনিসেরই ক্ষমতা রাখে না তাদেরকে কিভাবে তারা আল্লাহর শরীক বানায় ও তাদের ইবাদত করে?

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আম্বিয়া ২১:২১

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App