আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত | সূরা আর-রাহমান ৫৫:৪৬ | Surah Ar-Rahman 55:46

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আর-রাহমান ৫৫:৪৬
বিষয় | আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত |
সূরার নাম ও নম্বর | সূরা আর-রাহমান (৫৫) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ৪৬ |
রুকু সংখ্যা | ৩ টি |
পারা বিস্তৃতি | ২৭ |
মোট আয়াত সংখ্যা | ৭৮ টি |
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ٤٦আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত।But for he who has feared the position of his Lord are two gardens
সূরা আর-রাহমান এর ৪৬ নম্বর আয়াতের বিস্তারিত
আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দু’টি (জান্নাতের) বাগান। [1][1] যেমন হাদীসে আছে যে, ‘‘দু’টি জান্নাত রূপার হবে। যার প্লেট এবং তাতে বিদ্যমান সব কিছুই রূপার হবে। দু’টি জান্নাত সোনার হবে। তার প্লেট এবং তাতে বিদ্যমান সব কিছুই সোনার হবে।’’ (বুখারীঃ তাফসীর সূরা রাহমান) কোন কোন উক্তিতে এসেছে যে, সোনার বাগান বিশিষ্ট মু’মিন مُقَرَّبِيْنَ তথা নৈকট্যপ্রাপ্তদের জন্য হবে এবং রূপার বাগান হবে সাধারণ মু’মিন যথা, أَصْحَابُ الْيَمِيْنِ ডান দিকের অধিকারীদের জন্য। ~ তাফসীরে আহসানুল বায়ান
রেফারেন্স | সূরা আর-রাহমান ৫৫:৪৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!