দুনিয়ার প্রতি অনাসক্তি | সুনান ইবনু মাজাহ ৪১০২ | Sunan-ibn-Majah 4102

দুনিয়ার প্রতি অনাসক্তি | সুনান ইবনু মাজাহ ৪১০২ | Sunan-ibn-Majah 4102

হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৪১০২

বিষয় দুনিয়ার প্রতি অনাসক্তি
হাদিস গ্রন্থ সুনান ইবনু মাজাহ
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৩১/১. দুনিয়ার প্রতি অনাসক্তি
হাদিস নম্বর ৪১০২
বর্ণনাকারী সাহল বিন সা'দ (রাঃ)
সুনান ইবনু মাজাহ ৪১০২ নম্বর হাদিসের বিস্তারিতঃ সাহল ইবনে সাদ আস-সাইদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হয়ে বললো, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলন্বন করো। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের নিকট যা আছে, তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে।

It was narrated that Sahl bin Sa’d As-Sa’idi said: “A man came to the Prophet (ﷺ) and said: ‘O Messenger of Allah, show me a deed which, if I do it, Allah will love me and people will love me. The Messenger of Allah (ﷺ) said: “Be indifferent towards this world, and Allah will love you. Be indifferent to what is in people’s hands, and they will love you.”

রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৪১০২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)