হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও | সহীহ বুখারী ১০৩২ | Sahih-Al-Bukhari 1032

হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও | সহীহ বুখারী ১০৩২ | Sahih-Al-Bukhari 1032

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ১০৩২

বিষয় হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১৫/২৩. বৃষ্টিপাতের সময় কী বলতে হয়
হাদিস নম্বর ১০৩২
বর্ণনাকারী আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
সহীহ বুখারী ১০৩২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন, হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও।

Narrated Aisha: Whenever Allah's Messenger (ﷺ) saw the rain, he used to say, "O Allah! Let it be a strong fruitful rain."

রেফারেন্স | সহীহ বুখারী ১০৩২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App