আর রহমানের বান্দা যারা | সূরা আল-ফুরকান ২৫:৭৪ | Surah Al-Furqan 25:74


আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ফুরকান ২৫:৭৪
বিষয় | আর রহমানের বান্দা যারা |
সূরার নাম ও নম্বর | সূরা আল-ফুরকান (২৫) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৭৪ |
রুকু সংখ্যা | ৬ টি টি |
পারা বিস্তৃতি | ১৮ থেকে ১৯ |
মোট আয়াত সংখ্যা | ৭৭ টি টি |
وَ عِبَادُ الرَّحۡمٰنِ الَّذِیۡنَ یَمۡشُوۡنَ عَلَی الۡاَرۡضِ هَوۡنًا وَّ اِذَا خَاطَبَهُمُ الۡجٰهِلُوۡنَ قَالُوۡا سَلٰمًاআর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say [words of] peace,
সূরা আল-ফুরকান এর ৭৪ নম্বর আয়াতের বিস্তারিত
তারাই পরম দয়াময়ের দাস, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে, ‘সালাম’। [1] [1] ‘সালাম’ বলার অর্থ মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক-বিতর্ক ছেড়ে দেওয়া। অর্থাৎ, ঈমানদাররা জাহেল ও মুর্খ লোকদের সাথে তর্কে জড়িয়ে পড়ে না। বরং তারা এমতাবস্থায় এড়িয়ে চলার পদ্ধতি অবলম্বন করে এবং ফালতু বিতন্ডা বর্জন করে। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-ফুরকান ২৫:৭৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!