তাদের মত হয়ো না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না | সূরা আল-আনফাল ৮:২১ | Surah Al-Anfal 8:21

তাদের মত হয়ো না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না | সূরা আল-আনফাল ৮:২১ | Surah Al-Anfal 8:21

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আনফাল ৮:২১

বিষয় তাদের মত হয়ো না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না
সূরার নাম ও নম্বর সূরা আল-আনফাল (৮)
সূরার ধরণ মাদানী সূরা
আয়াত নম্বর ২১
রুকু সংখ্যা ১০ টি
পারা বিস্তৃতি ৯ থেকে ১০ পর্যন্ত
মোট আয়াত সংখ্যা ৭৫ টি
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ قَالُوا۟ سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ ٢١
আর তোমরা তাদের মত হয়ো না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না।
And do not be like those who say, "We have heard," while they do not hear.

সূরা আল-আনফাল এর ২১ নম্বর আয়াতের বিস্তারিত

আর তোমরা তাদের মত হয়ো না যারা বলে, ‘শ্রবণ করলাম’ অথচ তারা শ্রবণ করে না।[1] 

 [1] অর্থাৎ, শোনার পরও আমল না করা, এটি কাফেরদের অভ্যাস। এই শ্রেণীর অভ্যাস থেকে তোমরা বিরত থাক। পরবর্তী আয়াতে তাদেরকে কালা, বোবা, বিবেকহীন ও নিকৃষ্টতম জীব বলে আখ্যায়িত করা হয়েছে। دَوَاب শব্দটি دَابَّة এর বহুবচন। পৃথিবীতে চলাফেরা করে এ রকম প্রত্যেক জীবকেই دابة বলা হয়। এখানে সৃষ্টিজগতকে বুঝানো হয়েছে। অর্থাৎ, এরা সকল জীব হতে নিকৃষ্ট, যারা সত্যের ব্যাপারে কালা, বোবা ও বিবেকহীন। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আনফাল ৮:২১

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)