শ্রমিকের দেহের ঘাম শুকাবার পূর্বে তোমরা তার মজুরী দাও | সুনান ইবনু মাজাহ ২৪৪৩ | Sunan-ibn-Majah 2443
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ২৪৪৩
বিষয় | শ্রমিকের দেহের ঘাম শুকাবার পূর্বে তোমরা তার মজুরী দাও |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১৩/৬৫. শ্রমিকদের মজুরী সম্পর্কে |
হাদিস নম্বর | ২৪৪৩ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সুনান ইবনু মাজাহ ২৪৪৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শ্রমিকের দেহের ঘাম শুকাবার পূর্বে তোমরা তার মজুরী দাও।
It was narrated from 'Abdullah bin 'Umar that the Messenger of Allah (ﷺ) said: “Give the worker his wages before his sweat dries.”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ২৪৪৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)