নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন যেরূপ ছিল | সহীহ বুখারী ৬৪৫৪ | Sahih-Al-Bukhari 6454
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৪৫৪
বিষয় | নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন যেরূপ ছিল |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮১/১৭. নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর সাহাবীগণের জীবন যাপন কিরূপ ছিল এবং তাঁরা দুনিয়া থেকে কী অবস্থায় বিদায় নিলেন। |
হাদিস নম্বর | ৬৪৫৪ |
বর্ণনাকারী | আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ) |
সহীহ বুখারী ৬৪৫৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আয়িশাহ (রাঃ) বর্ণনা করেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ মদিনা্য় আসার পর থেকে এক নাগাড়ে তিন দিন গমের রুটি পরিতৃপ্ত হয়ে খাননি। এবং এ অবস্থায় তাঁর ওফাত হয়ে গেল।
Narrated `Aisha: The family of Muhammad had never eaten their fill of wheat bread for three successive days since they had migrated to Medina till the death of the Prophet.
রেফারেন্স | সহীহ বুখারী ৬৪৫৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)