নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন যেরূপ ছিল | সহীহ বুখারী ৬৪৫৪ | Sahih-Al-Bukhari 6454

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন যেরূপ ছিল | সহীহ বুখারী ৬৪৫৪ | Sahih-Al-Bukhari 6454

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৪৫৪

বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন যেরূপ ছিল
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৮১/১৭. নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর সাহাবীগণের জীবন যাপন কিরূপ ছিল এবং তাঁরা দুনিয়া থেকে কী অবস্থায় বিদায় নিলেন।
হাদিস নম্বর ৬৪৫৪
বর্ণনাকারী আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
সহীহ বুখারী ৬৪৫৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আয়িশাহ (রাঃ) বর্ণনা করেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ মদিনা্য় আসার পর থেকে এক নাগাড়ে তিন দিন গমের রুটি পরিতৃপ্ত হয়ে খাননি। এবং এ অবস্থায় তাঁর ওফাত হয়ে গেল।

Narrated `Aisha: The family of Muhammad had never eaten their fill of wheat bread for three successive days since they had migrated to Medina till the death of the Prophet.

রেফারেন্স | সহীহ বুখারী ৬৪৫৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)