রাসূলুল্লাহ ﷺ হালুয়া ও মধু পছন্দ করতেন | সুনান ইবনু মাজাহ ৩৩২৩ | Sunan-ibn-Majah 3323
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৩৩২৩
বিষয় | রাসূলুল্লাহ ﷺ হালুয়া ও মধু পছন্দ করতেন |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ২৩/৩৬. হালুয়া বা মিষ্টি দ্রব্য |
হাদিস নম্বর | ৩৩২৩ |
বর্ণনাকারী | আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ) |
সুনান ইবনু মাজাহ ৩৩২৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া ও মধু পছন্দ করতেন।
It was narrated that ‘Aishah said: “The Messenger of Allah 9saw) used to like sweets and honey.”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৩৩২৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)