দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন | সুনান আবূ দাউদ ৪৯৪১ | Sunan-Abu-Dawood 4941

হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ৪৯৪১
বিষয় | দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন |
হাদিস গ্রন্থ | সুনান আবূ দাউদ (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৬৬. করুণা সম্পর্কে |
হাদিস নম্বর | ৪৯৪১ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ) |
সুনান আবূ দাউদ ৪৯৪১ নম্বর হাদিসের বিস্তারিতঃ আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।
Narrated Abdullah ibn Amr ibn al-'As: The Prophet (ﷺ) said: The Compassionate One has mercy on those who are merciful. If you show mercy to those who are on the earth, He Who is in the heaven will show mercy to you.
রেফারেন্স | সুনান আবূ দাউদ ৪৯৪১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!