ঈদের দিন রাস্তা পরিবর্তন করা | হাদীস সম্ভার ১১২৮ | সহীহ বুখারী ৯৮৬

ঈদের দিন রাস্তা পরিবর্তন করা | হাদীস সম্ভার ১১২৮ | সহীহ বুখারী ৯৮৬

হাদিসটি সম্পর্কে | হাদীস সম্ভার ১১২৮

বিষয় ঈদের দিন রাস্তা পরিবর্তন করা
হাদিস গ্রন্থ হাদীস সম্ভার
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ঈদের বিবরণ
হাদিস নম্বর ১১২৮ (হাদিস সম্ভার) | ৯৮৬ (সহীহ বুখারী)
বর্ণনাকারী জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
হাদীস সম্ভার ১১২৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ জাবের (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন। (রাস্তা পরিবর্তনের মানে হচ্ছে, এক রাস্তায় যেতেন আর অন্য রাস্তায় ফিরতেন।)

রেফারেন্স | হাদীস সম্ভার ১১২৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App