ভুলে পানাহার করলে সিয়াম ভঙ্গ হয় না | সহীহ মুসলিম ২৬০৬ | Sahih-Muslim 2606

হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ২৬০৬
বিষয় | ভুলে পানাহার করলে সিয়াম ভঙ্গ হয় না |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৩৩. ভুলে পানাহার করলে বা সঙ্গম করে বসলে তাতে সিয়াম ভঙ্গ হয় না |
হাদিস নম্বর | ২৬০৬ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ মুসলিম ২৬০৬ নম্বর হাদিসের বিস্তারিতঃ আমর ইবনু মুহাম্মাদ আন্ নাকিদ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সিয়াম (রোজা/রোযা) অবস্থায় ভুলে কিছু খেয়েছে বা পান করেছে সে যেন তার সিয়াম (রোজা/রোযা) পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন।
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying: If anyone forgets that he is fasting and eats or drinks he should complete his fast, for it is only Allah Who has fed him and given him drink.
রেফারেন্স | সহীহ মুসলিম ২৬০৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)