আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন | সহীহ বুখারী ৫৬৪৫ | Sahih-Al-Bukhari 5645

আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন | সহীহ বুখারী ৫৬৪৫ | Sahih-Al-Bukhari 5645

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৬৪৫

বিষয় আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭৫/১. রোগের কাফফারা ও ক্ষতিপূরণ
হাদিস নম্বর ৫৬৪৫
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৫৬৪৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।

Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "If Allah wants to do good to somebody, He afflicts him with trials."

রেফারেন্স | সহীহ বুখারী ৫৬৪৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App