পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজকে বিরাট সম্পদ মনে করো | মিশকাতুল মাসাবীহ ৫১৭৪ | Mishkat-al-Masabih 5174

হাদিসটি সম্পর্কে | মিশকাতুল মাসাবীহ ৫১৭৪
বিষয় | পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজকে বিরাট সম্পদ মনে করো |
হাদিস গ্রন্থ | মিশকাতুল মাসাবীহ (মিশকাত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | দ্বিতীয় অনুচ্ছেদ |
হাদিস নম্বর | ৫১৭৪ |
বর্ণনাকারী | আমর ইবনু মায়মূন আল-আউদী (রাঃ) |
মিশকাতুল মাসাবীহ ৫১৭৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ ’আমর ইবনু মায়মূন আল আওদী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) জনৈক ব্যক্তিকে নাসীহাতস্বরূপ বললেন : পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজকে বিরাট সম্পদ মনে করো। ১. তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে, ২. রোগাগ্রস্ত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে, ৩. দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে, ৪. ব্যস্ততার পূর্বে অবসর সময়কে এবং ৫. মৃত্যুর পূর্বে হায়াতকে।
রেফারেন্স | মিশকাতুল মাসাবীহ ৫১৭৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!