মিথ্যাচার সম্পর্কে কঠোরতা | সুনান আবূ দাউদ ৪৯৯০ | Sunan-Abu-Dawood 4990
হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ৪৯৯০
বিষয় | মিথ্যাচার সম্পর্কে কঠোরতা |
হাদিস গ্রন্থ | সুনান আবূ দাউদ (তাহকিককৃত) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ৮৮. মিথ্যাচার সম্পর্কে কঠোরতা |
হাদিস নম্বর | ৪৯৯০ |
বর্ণনাকারী | বাহয ইবনু হাকীম (রহঃ) |
সুনান আবূ দাউদ ৪৯৯০ নম্বর হাদিসের বিস্তারিতঃ বাহয ইবনু হাকীম (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা তার পিতার সূত্রে আমাকে হাদীস বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।
Narrated Mu'awiyah ibn Jaydah al-Qushayri: The Messenger of Allah (ﷺ) said: Woe to him who tells things, speaking falsely, to make people laugh thereby. Woe to him! Woe to him!.
রেফারেন্স | সুনান আবূ দাউদ ৪৯৯০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)