আইয়ূব (আঃ) এর দোয়া | সূরা আল-আম্বিয়া ২১:৮৩ | Surah Al-Anbya 21:83

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আম্বিয়া ২১:৮৩
বিষয় | আইয়ূব (আঃ) এর দোয়া |
সূরার নাম ও নম্বর | সূরা আল-আম্বিয়া (২১) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৮৩ |
রুকু সংখ্যা | ৭ টি |
পারা বিস্তৃতি | ১৭ |
মোট আয়াত সংখ্যা | ১১২ টি |
وَ اَیُّوۡبَ اِذۡ نَادٰی رَبَّهٗۤ اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَআর স্মরণ কর আইউবের কথা, যখন সে তার রবকে আহবান করে বলেছিল, ‘আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’।And [mention] Job, when he called to his Lord, "Indeed, adversity has touched me, and you are the Most Merciful of the merciful."
সূরা আল-আম্বিয়া এর ৮৩ নম্বর আয়াতের বিস্তারিত
~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-আম্বিয়া ২১:৮৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!