রাসূলুল্লাহ ﷺ এর ওপর দরূদ পাঠের ফযীলত | সুনান আন-নাসায়ী ১২৯৭ | Sunan-An-Nasai 1297

হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ১২৯৭
বিষয় | রাসূলুল্লাহ ﷺ এর ওপর দরূদ পাঠের ফযীলত |
হাদিস গ্রন্থ | সুনান আন-নাসায়ী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৫৫: নবী (সা.)-এর ওপর দরূদ পাঠের ফযীলত |
হাদিস নম্বর | ১২৯৭ |
বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
সুনান আন-নাসায়ী ১২৯৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইসহাক ইবনু মানসূর (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ তা’আলা তার ওপর দশবার রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ মিটিয়ে দেয়া হবে এবং তাঁকে দশটি সম্মানে উন্নীত করা হবে।
Anas bin Malik said: "The Messenger of Allah (ﷺ) said: "Whoever sends salah upon me once, Allah (SWT) will send salah upon him tenfold, and will erase ten sins from him, and will raise him ten degrees in status."
রেফারেন্স | সুনান আন-নাসায়ী ১২৯৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!