গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম | সুনান ইবনু মাজাহ ৪২৫১ | Sunan-ibn-Majah 4251
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৪২৫১
বিষয় | গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ৩১/৩০. তওবা সম্পর্কে আলোচনা |
হাদিস নম্বর | ৪২৫১ |
বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
সুনান ইবনু মাজাহ ৪২৫১ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম।
It was narrated from Anas that the Messenger of Allah (ﷺ) said: “Every son of Adam commits sin, and the best of those who commit sin are those who repent.’”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৪২৫১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)