উযূর সংরক্ষণ | সুনান ইবনু মাজাহ ২৭৭ | Sunan-ibn-Majah 277

উযূর সংরক্ষণ | সুনান ইবনু মাজাহ ২৭৭ | Sunan-ibn-Majah 277

হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ২৭৭

বিষয় উযূর সংরক্ষণ
হাদিস গ্রন্থ সুনান ইবনু মাজাহ
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১/৪. উযূর সংরক্ষণ
হাদিস নম্বর ২৭৭
বর্ণনাকারী সাওবান (রাঃ)
সুনান ইবনু মাজাহ ২৭৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (দ্বীনের উপর) অবিচল থাকো, যদিও তোমরা আয়ত্তে রাখতে পারবে না। জেনে রাখো, তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম হল সালাত। কেবল মুমিন ব্যাক্তই যত্ন সহকারে উযূ (ওজু/অজু/অযু) করে।

It was narrated that Thawban said: "The Messenger of Allah said: 'Adhere to righteousness even though you will not be able to do all acts of virtue. Know that the best of your deeds is Salat (prayer) and that no one maintains his ablution except a believer.'"

রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ২৭৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)