দুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়া | সুনান আত তিরমিজী ৩৫২৪ | Sunan-at-Tirmidhi 3524

দুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়া | সুনান আত তিরমিজী ৩৫২৪ | Sunan-at-Tirmidhi 3524

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ৩৫২৪

বিষয় দুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়া
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকিককৃত)
হাদিসের মান হাসান (Hasan)
পরিচ্ছেদ ৯২. (কঠিন কাজ হাযির হলে যে দু’আ পাঠ করবে)
হাদিস নম্বর ৩৫২৪
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
সুনান আত তিরমিজী ৩৫২৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখে কঠিন কাজ হাযির হলে তিনি বলতেনঃ “হে চিরজীবি, হে চিরস্থায়ী! আমি তোমার রহমতের ওয়াসীলায় সাহায্য প্রার্থনা করি”।

আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখে কঠিন কাজ হাযির হলে তিনি বলতেনঃ “হে চিরজীবি, হে চিরস্থায়ী! আমি তোমার রহমতের ওয়াসীলায় সাহায্য প্রার্থনা করি”।

রেফারেন্স | সুনান আত তিরমিজী ৩৫২৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App