সূরা আল-ইখলাসের ফযীলত | সুনান আত তিরমিজী ২৮৯৬ | Sunan-at-Tirmidhi 2896

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৮৯৬
বিষয় | সূরা আল-ইখলাসের ফযীলত |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১১. সূরা আল-ইখলাসের ফযীলত |
হাদিস নম্বর | ২৮৯৬ |
বর্ণনাকারী | আবূ আইয়ুব আনসারী (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৮৯৬ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ আইয়ূব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি কি এক রাতে এক-তৃতীয়াংশ কুরআন তিলাওয়াত করতে অপারগ? যে লোক আল্লাহু ওয়াহিদুস সামাদ (সূরা আল-ইখলাস) পাঠ করল সে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করল।
Narrated Abu Ayyub: that the Messenger of Allah (ﷺ) said: "Would one of you like to recite a third of the Qur'an during a night? Whoever recited: Allaahu Al-Wahid As-Samad then he has recited a third of the Qur'an."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৮৯৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!