গোঁফ ও নখ কাটার সময়সীমা | সুনান আত তিরমিজী ২৭৫৯ | Sunan-at-Tirmidhi 2759

গোঁফ ও নখ কাটার সময়সীমা | সুনান আত তিরমিজী ২৭৫৯ | Sunan-at-Tirmidhi 2759

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৭৫৯

বিষয় গোঁফ ও নখ কাটার সময়সীমা
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকিককৃত)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১৫. গোঁফ ও নখ কাটার সময়সীমা
হাদিস নম্বর ২৭৫৯
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
সুনান আত তিরমিজী ২৭৫৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের জন্য গোঁফ ছাটা, নখ কাটা, নাভীর নিম্নাংশের লোম কামানো এবং বগলের লোম উপড়িয়ে ফেলার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এমনভাবে যে, তা যেন চল্লিশ দিনের বেশি রেখে না দেয়া হয়।

Narrated Anas bin Malik: "[The Messenger of Allah (ﷺ)] fixed the time for us paring the mustache, trimming the fingernails, shaving the pubic hairs and plucking the underarm hairs - that we not leave it for more than forty days."

রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৭৫৯

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)