সংযতবাক হওয়া | সুনান আত তিরমিজী ২৪০৭ | Sunan-at-Tirmidhi 2407

সংযতবাক হওয়া | সুনান আত তিরমিজী ২৪০৭ | Sunan-at-Tirmidhi 2407

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৪০৭

বিষয় সংযতবাক হওয়া
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকিককৃত)
হাদিসের মান হাসান (Hasan)
পরিচ্ছেদ ৬০. রসনা সংযত রাখা বা সংযতবাক হওয়া
হাদিস নম্বর ২৪০৭
বর্ণনাকারী আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
সুনান আত তিরমিজী ২৪০৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে মারফু হিসাবে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ সকালে ঘুম হতে উঠার সময় তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিনীতভাবে জিহবাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ্ তা’আলাকে ভয় কর। আমরা তো তোমার সাথে সম্পৃক্ত। তুমি যদি সোজা পথে দৃঢ় থাক তাহলে আমরাও দৃঢ় থাকতে পারি। আর তুমি যদি বাঁকা পথে যাও তাহলে আমরাও বাঁকা পথে যেতে বাধ্য।

Abu Sa'eed Al-Khudri narrated (that the Prophet s.a.w) said: "When the son of Adam wakes up in the morning, all of his body parts bow to the tongue and say: 'Fear Allah regarding us, we are only part of you. If you are straight we are straight and if you are crooked we are crooked."

রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৪০৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)