কেউ আপনার সাথে সদাচরণ করলে তার জন্য দোয়া | সুনান আত তিরমিজী ২০৩৫ | Sunan-at-Tirmidhi 2035

কেউ আপনার সাথে সদাচরণ করলে তার জন্য দোয়া | সুনান আত তিরমিজী ২০৩৫ | Sunan-at-Tirmidhi 2035

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২০৩৫

বিষয় কেউ আপনার সাথে সদাচরণ করলে তার জন্য দোয়া
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকিককৃত)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৮৭. কিছু না পেয়ে পাওয়ার ভান করা
হাদিস নম্বর ২০৩৫
বর্ণনাকারী উসামাহ ইবনু যায়দ (রাঃ)
সুনান আত তিরমিজী ২০৩৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ উসামা ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, “তোমাকে আল্লাহ তা’আলা কল্যাণকর প্রতিদান দিন" তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল।

Usamah bin Zaid narrated that the Messenger of Allah (s.a.w) said: "Whoever some good was done to him, and he says: 'May Allah reward you in goodness' then he has done the most that he can of praise."

রেফারেন্স | সুনান আত তিরমিজী ২০৩৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)