সকাল-সন্ধ্যার যিকরসমূহ | সিলসিলাহ ছহীহাহ ২২৭ | Silsila-Sahiha 227

সকাল-সন্ধ্যার যিকরসমূহ | সিলসিলাহ ছহীহাহ ২২৭ | Silsila-Sahiha 227

হাদিসটি সম্পর্কে | সিলসিলাহ ছহীহাহ ২২৭

বিষয় সকাল-সন্ধ্যার যিক্‌রসমূহ
হাদিস গ্রন্থ সিলসিলাহ ছহীহাহ
হাদিসের মান হাসান (Hasan)
হাদিস নম্বর ২২৭
সিলসিলাহ ছহীহাহ ২২৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ সকাল-সন্ধ্যার দোয়া : ১ বার
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِي شَأْنِيْ كُلَّهُ وَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
ইয়া- 'হাইউ ইয়া ক্বাইউমু, বিরা'হমাতিকা আসতাগীছু, আসলি'হ লী শা’নী- কুল্লাহু, ওয়া লা- তাকিলনী ইলা- নাফ্‌সী তারফাতা ‘আইন।

হে চিরঞ্জীব, হে মহারক্ষক ও অমুখাপেক্ষী তত্ত্বাবধায়ক, আপনার রহমতের ওসীলা দিয়ে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আর আমাকে একটি মুহূর্তের জন্যও, চোখের পলকের জন্যও আমার নিজের দায়িত্বে ছেড়ে দিবেন না।
আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) ফাতেমা (রাঃ)-কে বলেন, “আমি ওসীয়ত করছি যে, তুমি সকালে ও সন্ধ্যায় এ কথা বলবে।”

রেফারেন্স | সিলসিলাহ ছহীহাহ ২২৭

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App