অপছন্দনীয় বিষয় থেকে আশ্রয় প্রার্থনার দোয়া | সহীহ মুসলিম ৬৭৮৯ | Sahih-Muslim 6789

হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৬৭৮৯
বিষয় | অপছন্দনীয় বিষয় থেকে আশ্রয় প্রার্থনার দোয়া |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১৮. কৃত ‘আমল ও না করা আমলের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা |
হাদিস নম্বর | ৬৭৮৯ |
বর্ণনাকারী | ফারওয়া ইবন নওফাল (রহঃ) |
সহীহ মুসলিম ৬৭৮৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু বকর ইবনু আবূ শাইবাহ ও আবু কুরায়ব (রহঃ) ..... ফারওয়াহ ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ) কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি [আয়িশাহ (রাযিঃ)] বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেনঃ আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা- লাম আ’মাল” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট সেসব আমলের খারাবী হতে আশ্রয় চাই যা আমি করেছি এবং যা আমি করিনি।"
Farwa' b. Naufal Ashja'i reported: I asked: 'A'isha, in what words did Allah's Messenger (ﷺ) supplicate Allah? She said that he used to utter:" I seek refuge in Thee from the evil of what I did and from the evil of what I did not."
রেফারেন্স | সহীহ মুসলিম ৬৭৮৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!