দু’আতে দৃঢ়তা অবলম্বন করা এবং আল্লাহ তুমি যদি চাও এ কথা না বলা | সহীহ মুসলিম ২৬৭৮ | Sahih-Muslim 2678

দু’আতে দৃঢ়তা অবলম্বন করা এবং আল্লাহ তুমি যদি চাও এ কথা না বলা | সহীহ মুসলিম ২৬৭৮ | Sahih-Muslim 2678

হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ২৬৭৮

বিষয় দু’আতে দৃঢ়তা অবলম্বন করা এবং আল্লাহ তুমি যদি চাও এ কথা না বলা
হাদিস গ্রন্থ সহীহ মুসলিম
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৩. দু’আতে দৃঢ়তা অবলম্বন করা এবং আল্লাহ তুমি যদি চাও এ কথা না বলার বর্ণনা
হাদিস নম্বর ২৬৭৮ (আন্তর্জাতিক) | ৬৭০৪ (হাদীস একাডেমী)
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
সহীহ মুসলিম ২৬৭৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু বাকর ইবনু আবূ শাইবাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) …. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন দুআ করে সে যেন দৃঢ়তা প্রকাশের সাথে দুআ করে। আর সে যেন না বলে, “হে আল্লাহ! যদি তুমি ইচ্ছা কর তবে আমাকে দান কর”। কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোন বাধ্যকারী নেই।

Anas reported Allah's Messenger (ﷺ) as saying: When one of you makes supplication, he should supplicate with a will and should not say: O Allah, confer upon me if Thou likest, for there is none to coerce Allah.

রেফারেন্স | সহীহ মুসলিম ২৬৭৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App