আল্লাহ ﷻ বলেন, তুমি ব্যয় কর, হে আদম সন্তান! আমিও তোমার প্রতি ব্যয় করব | সহীহ বুখারী ৫৩৫২ | Sahih-Al-Bukhari 5352

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৩৫২
বিষয় | আল্লাহ ﷻ বলেন, তুমি ব্যয় কর, হে আদম সন্তান! আমিও তোমার প্রতি ব্যয় করব |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৬৯/১. পরিবার-পরিজনের জন্য খরচ করার ফাযীলত |
হাদিস নম্বর | ৫৩৫২ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ বুখারী ৫৩৫২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ বলেন, তুমি ব্যয় কর, হে আদম সন্তান! আমিও তোমার প্রতি ব্যয় করব।
Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "Allah said, 'O son of Adam! Spend, and I shall spend on you."
রেফারেন্স | সহীহ বুখারী ৫৩৫২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!