রাসূল ﷺ সফরে যাবার ইচ্ছা করলে বৃহস্পতিবারে যাত্রা করতেন | সহীহ বুখারী ২৯৪৯ | Sahih-Al-Bukhari 2949
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ২৯৪৯
বিষয় | রাসূল ﷺ সফরে যাবার ইচ্ছা করলে বৃহস্পতিবারে যাত্রা করতেন |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৫৬/১০৩. যে ব্যক্তি যুদ্ধ করার ইচ্ছা করে এবং অন্যদিকে আকর্ষণের মাধ্যমে তা গোপন করে রাখে আর যে বৃহস্পতিবারে সফরে বের হতে পছন্দ করে |
হাদিস নম্বর | ২৯৪৯ |
বর্ণনাকারী | কা‘ব ইবনু মালিক (রাঃ) |
সহীহ বুখারী ২৯৪৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সফরে যাবার ইচ্ছা করতেন তখন বৃহস্পতিবারেই যাত্রা করতেন।
Ka`b bin Malik used to say: "Scarcely did Allah's Messenger (ﷺ) set out for a journey on a day other than Thursday."
রেফারেন্স | সহীহ বুখারী ২৯৪৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)