মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকা | সহীহ বুখারী ২৫৫৯ | Sahih-Al-Bukhari 2559

মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকা | সহীহ বুখারী ২৫৫৯ | Sahih-Al-Bukhari 2559

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ২৫৫৯

বিষয় মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকা
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৪৯/২০. ক্রীতদাসের মুখমন্ডলে মারবে না।
হাদিস নম্বর ২৫৫৯
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ২৫৫৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন যুদ্ধ করবে, তখন সে যেন মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকে।

Narrated Abu Huraira: The Prophet (ﷺ) said, "If somebody fights (or beats somebody) then he should avoid the face."

রেফারেন্স | সহীহ বুখারী ২৫৫৯

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App