রাতে সফর করা | রিয়াযুস স্বা-লিহীন ৯৬৪ | Riyad-as-Salihin 964
হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৯৬৪
বিষয় | রাতে সফর করা |
হাদিস গ্রন্থ | রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ১৬৮: সফরে চলা, বিশ্রাম নিতে অবতরণ করা, রাত কাটানো এবং সফরে ঘুমানোর আদব-কায়দা। রাতে পথচলা মুস্তাহাব, সওয়ারী পশুদের প্রতি নম্রতা প্রদর্শন করা এবং তাদের বিশ্রামের খেয়াল রাখা। যে তাদের অধিকারের ব্যাপারে ত্রুটি করে তাকে তাদের অধিকার আদায়ের নির্দেশ দেওয়া। সওয়ারী সমর্থ হলে আরোহীর নিজের পিছনে অন্য কাউকে বসানো বৈধ। |
হাদিস নম্বর | ৯৬৪ |
বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
রিয়াযুস স্বা-লিহীন ৯৬৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস রাদিয়াল্লাহু ’আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা রাতে সফর কর। কেননা, রাতে যমীনকে গুটিয়ে দেওয়া হয়।’’
Anas (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (ﷺ) said, "Keep to travelling by night because the earth is folded (traversed more easily) during the night."
রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৯৬৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)