অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা | রিয়াযুস স্বা-লিহীন ৬১৭ | Riyad-as-Salihin 617

অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা | রিয়াযুস স্বা-লিহীন ৬১৭ | Riyad-as-Salihin 617

হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৬১৭

বিষয় অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা
হাদিস গ্রন্থ রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭২: অহংকার প্রদর্শন ও গর্ববোধ করা অবৈধ
হাদিস নম্বর ৬১৭
বর্ণনাকারী আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ)
রিয়াযুস স্বা-লিহীন ৬১৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যার অন্তরে অণু পরিমাণ অহঙ্কার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।’’ একটি লোক বলল, ’মানুষ তো ভালবাসে যে, তার পোশাক সুন্দর হোক ও তার জুতো সুন্দর হোক, (তাহলে)?’ তিনি বললেন, ’’আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালবাসেন। (সুন্দর পোশাক ও সুন্দর জুতো ব্যবহার অহংকার নয়, বরং) অহংকার হল, সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’’ (মুসলিম)

রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৬১৭

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)