প্রত্যেক সন্তানই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে | মিশকাতুল মাসাবীহ ৯০ | Mishkat-al-Masabih 90
হাদিসটি সম্পর্কে | মিশকাতুল মাসাবীহ ৯০
বিষয় | প্রত্যেক সন্তানই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে |
হাদিস গ্রন্থ | মিশকাতুল মাসাবীহ (মিশকাত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান |
হাদিস নম্বর | ৯০ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
মিশকাতুল মাসাবীহ ৯০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক সন্তানই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। অতঃপর তার মাতা-পিতা তাকে ইয়াহুদী, নাসারা অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। যেরূপে চতুষ্পদ জন্তু পূর্ণাঙ্গ জন্তুই জন্ম দিয়ে থাকে, এতে তোমরা কোন বাচ্চার কানকাটা দেখতে পাও কি? এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিলাওয়াত করলেনঃ
فِطْرَةَ اللهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللهِ ذلِكَ الدِّيْنُ الْقَيِّمُ
’’আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তা’আলার সৃষ্টি রহস্যে কোন পরিবর্তন নেই। এটাই সরল প্রতিষ্ঠিত দীন।’’ (সূরাহ্ আর্ রূম ৩০: ৩০)।
Abu Huraira reported God’s messenger as saying, “Everyone is born a Muslim, but his parents make him a Jew, a Christian, or a Magian; just as a beast is born whole. Do you find some among them [born] maimed?” Then he was saying, “God’s pattern on which He formed mankind. There is no alteration of God’s creation. That is the true religion.”
রেফারেন্স | মিশকাতুল মাসাবীহ ৯০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)