ঈমান নবায়ন | হাদীস সম্ভার ১৩৩ | Hadith-Somvar 133
হাদিসটি সম্পর্কে | হাদীস সম্ভার ১৩৩
বিষয় | ঈমান নবায়ন |
হাদিস গ্রন্থ | হাদীস সম্ভার |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ঈমান নবায়ন |
হাদিস নম্বর | ১৩৩ |
বর্ণনাকারী | আব্দুল্লাহ বিন উমার (রাঃ) |
হাদীস সম্ভার ১৩৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ আব্দুল্লাহ বিন উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের হৃদয়ে ঈমান জীর্ণ হয়; যেমন জীর্ণ হয় পুরনো কাপড়। সুতরাং তোমরা আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা কর, যাতে তিনি তোমাদের হৃদয়ে তোমাদের ঈমান নবায়ন করে দেন।
রেফারেন্স | হাদীস সম্ভার ১৩৩
- http://www.hadithbd.com/hadith/link/?id=62897
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)